Friday, December 28, 2012
Tuesday, December 4, 2012
বেঁচে থাকার বর্ণমালা
রোদ রোদ বিকেল, এক বুক গভীর নিঃশ্বাস,
দিগন্তের জানালায়, জ্বলুক টুপটাপ লন্ঠন চাঁদ।
আমি এঁকে যাব স্বপ্নের রামধনু টান ,
যতবার ও মুছে দিক না, সময়ের রুক্ষ ডাস্টার ।
আমার জলের খাতায় , কবিতার আঁশটে গন্ধ,
তোকে আঁকড়ে ধরে বাঁচতে শেখার গোপন আশ্বাস।
গীটারের ভাঙা তারে, জীবনের তান ,
ঝর-ঝর ঝরে পড়া মুহূর্তের ছিন্ন পাতায়।
সঞ্জীবনীর ম্যাজিক ছোঁয়ায়,
চোখ খুলুক এবার ঘুম-ঘুম রজনীগন্ধা ।
আবার বাঁচতে শেখা হোক না শুরু সেই ঠিকানায়,
যেখানে রাত্রি শেষে সূর্য ওঠে।
Subscribe to:
Posts (Atom)