Blogger Widgets

About : ব্লগ কথা

২০১০ এর এক প্রচ্ছন্ন ভোরে , জন্ম এই ব্লগের। মনের না বলা  কথাগুলোকে কল্পনার সাতরঙে রঙিন আল্পনায় সাজিয়ে তোলার ইচ্ছে নিয়েই আপনমনে গড়ে উঠেছিল এই ব্লগ। আপনাদের ভালোবাসা একে করে নিল আপন আর আমার লেখা লেখির ইচ্ছেটাকে ও দিল বাড়িয়ে ।গত ২৫শে ডিসেম্বর, ২০১৩ তারিখে আমার বেশ কয়েকটি কবিতা নিয়ে প্রকাশিত হোল কাব্যগ্রন্থ মন জংশন। প্রকাশক বন্ধু প্রকাশনী , শিলচর। গ্রাম বরাকের মাটি, জল হাওয়ার গন্ধ মিলে মিশে থাক চিরকাল, আমাদের স্বপ্নিল এই ভুবনে।


 



 

No comments:

Post a Comment