Blogger Widgets

Sunday, February 14, 2016

শুধু তোমাকে

শুধু তোমাকেঃ 
ভালোবাসা মানে, কানে কানে নিঃশব্দের কোলাহল। 
শিরায় শিরায় বর্ণহীন তরল এলকোহল। 
অর্থহীন পাগলামির বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 
ইমোশনাল কবিতার গভীর নীলাকাশ।
মানঅভিমান, মাঝে মাঝে বোকামির আড়ি,
তোমার দেওয়া নীল রঙের ডোরে কাটা শাড়ি।
বেলাশেষে ক্লান্ত হাতে বাজারের ব্যাগ।
ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা, শাওয়নদিনের মেঘ।
ভালোবাসার তিলের নাড়ু,আমার মনের পাতা।
দুপুরছুঁয়া লাঞ্চবক্স মেসেজ, আমার গানের খাতা।
ভালবাসা দিনরাত, সকাল দুপুর রাতে।
এমনি করে কাটুক জীবন, হাতটি রেখে হাতে