উত্তরাধিকার
- ড. পিংকী পুরকায়স্থ চন্দ্রানী
আমার চারাগাছটি,
শুষ্কতার মধ্যে ও খুঁজে নেয় ,
জল ভেজা গন্ধ.
ভাটিয়ালী স্নিগ্ধতা.
তার নরম আকর্ষে,
ঠাকুরমার ঝুলি,
স্বপ্নের নকশীকাথাঁ .
মাছঘাটের ডিঙি নৌকো,
জলবহরের মায়া.
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর পাখায়,
আবোল তাবোল কথকতা.
আমার চারাগাছটি,
বিস্তৃত করছে তার ডালপালা,
সহজ পাঠের পাতায়.
তার চেতনার মূল ,
অভিসিঞ্চিত করে,
উনিশের মহাগাথাঁ.
ধামাইল, রেল স্টেশন, আর কৃষ্ণচূড়া,
প্রতিদিন তার আকাশটাকে করে তোলে,
আরও প্রসারিত.
সে জানে, তার উত্তরাধিকার,
বাঙলা তার মাতৃভাষা,
ঈশান বাঙলা মা.