লহ প্রনাম-পিংকি পুরকায়স্থ চন্দ্রানী
বৃষ্টি হয়ে ঝরে পড়েছে আজ ভোরের আহুতি,
মেঠো পথে থৈ থৈ আলপনা।
তুমি মিশে গেছ ঈশানের হাওয়ায় হাওয়ায়,
রেখে গেছ ঠিকানা সদ্য মা বলতে শেখা শিশুর,
আধফোঁটা বুলিতে।
উনিশের প্রহরী,মৃত্যুজয়ী শহীদ,
লহ প্রনাম, ১৯শের দৃপ্ত মিছিলে,
মাতৃভাষা চতুর্থাক্ষরী মন্ত্রের ,
গম্ভীর সামগানে।
No comments:
Post a Comment