Blogger Widgets

Wednesday, August 31, 2011

নীরব কবিতা- চন্দ্রানী পুরকায়স্থ (পিংকি )



নিঠুর ঝড়ের প্রলয় খেলায় ,
  ঝরে পড়ে সুখ পরীদের সামিয়ানা ,
  এ খেলাঘর ধুলিস্বাত।
স্বপ্নের জালগুলো জড়িয়ে পড়ে,
কাটা বনের গভীর  বেদনায় ।
পাখির ডানার মতন চোখে ,
 বৃষ্টিধারার স্পর্শ ।
 অথছ এখন আর ভাবায়  না,
মেঘলা দিনের অভিমান,
অশ্রু ভেজা আকাশ ।
নোনা জলের স্বাদ ,
 বয়ে চলে নীরবে ,
অনুভূতির অন্তঃ স্থলে খরস্রোতা নদীর মতন  ।
আবার গড়ব বালির মহল ,
 নোনা সাগরের তীর ঘেঁসে ।
 দেখি কত বার ভেসে যায় আমার,
 ক্ষনস্থায়ী স্বপ্ন মহল।
একদিন রেখে যাব পাথরের বুকে ,
ক্ষনিকের ইতিহাস ,
বুকের রক্তে দুটো নাম। 
মাছরাঙারা মুহুর্তের অবকাশে ,
করে যাবে কত কত কথকতা  ।
সূর্যাস্তের রক্তিম ভঙ্গিমায় ,
ঢেউ এ  ঢেউ এ ভালবাসার গান ।
সন্ধ্যার মৃদু আলোয়,
লিখে যাব নীরব কবিতা ,
তুমি ,আমি  আর স্নিগ্ধ  আকাশ..





No comments:

Post a Comment