অঙ্গিকার- চন্দ্রানী পুরকায়স্থ ( পিংকি )
অগ্নিকনারা ঝরে পড়ে,
চির অবনত অবগুণ্ঠন পরে ।
আকাশ জুড়ে আগুনের সংসার,
যাত্রারম্ভের আয়োজন মাত্রই ,
পদভারে পৃথ্বী কম্পিতা।
উচ্চস্বরে হেসো না মেয়ে,
হেঁটে যাও ধীর পদক্ষেপে, আনত মস্তকে।
সব ব্যথা থাকুক অব্যক্ত, বিনা প্রতিবাদে,
সেই না হলে আর নারী?
বলে যায় জ্ঞানদীপ্ত পেচকের দল।
নীরবে ঝলসে উঠে সবুজ জীবন ।
তবে দহনেই আনে দীপ্তি ,
তাই আর ভয় করি না ।
জানি উপেক্ষার পথেই সাফল্যের অপেক্ষা ।
তাই হেঁটে যাই তীক্ষ্ণধার ফলার কঠোর পথ ধরে,
বেহুলার মতো,
হে স্বর্গ, তোমার বুকে পদচিহ্ন এঁকে দিয়ে যাব,
এ অঙ্গিকার আমার।
No comments:
Post a Comment