মেঘদূত
একফোঁটা বৃষ্টির জল, আলতো ছোঁয়ায় মুগ্ধ চিবুকে।  
 জীবনের স্বাদ লেগে থাকে চাতকের ঠোঁটের কিনারায়।    
 চাঁদের টেবিলে মাথা রেখে, রাত জাগা গন্ধরাজ; 
 ঝরা পাতার শোকে জন্ম নেয় কবিতারা ।   আলোকবর্ষ দূরের কাহিনী,
 আবর্তিত নটরাজের  মালার স্পন্দনে।  
 অলকাপুরির শ্যাওলাময় দেওয়ালে , আবছা ছায়া; 
জোনাকির আলোয় না বলা কাহিনী, 
 হাল্কা শিহরন পিয়ালের বনে। 
শিপ্রার ভিজে আঁচলে হিজলের মাখামাখি ,      
 “আষাঢ়স্য প্রথম দিবসে” কালিদাসের মেঘদূত,
 ঝরে পড়ে মাছরাঙ্গার রঙিন পালকে। 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
Beautiful Indeed carry on Baby
ReplyDelete