যদি, তুই-আমি দুবোন
,
হতে পারতাম দুটো জোনাকি! 
আঁধার রাতে এক মুঠো আলো ছড়িয়ে দিতাম,
ওল বনের শেষ সীমানায়।
অথবা হতে পারতাম দুটো পাখী,
উড়ে যেতাম সুদুরের টানে।  
আমি যখন মেঘের আড়ালে লুকিয়ে পড়তাম ,
তুই খুঁজে বের করে নিতিস কড়া শাসনে । 
আমার ছোট্ট পাখায় রোদ লেগে যায় পাছে,
সেই ভয়ে ত্রস্ত তুই , বেঁধে নিতি আমায়,
তোর পালকের 
স্নিগ্ধ ছায়ায়।
মধু লোভী আমরা দুবোন ,  
যদি হতে পারতাম , দুটো মৌমাছি।
ফুলে-ফুলে গুন গুনিয়ে কেটে যেত দিন।
ভালোবাসার গানে তুই ভরিয়ে দিতিস আকাশ বাতাস, 
ঠিক শৈশবের মতন, আমার গলায় স্পষ্ট হতো তোরই গানের
সুর।
পাগলপারা হয়ে যদি  বয়ে যেতে পারতাম,
 হতে পারতাম
কাল বৈশাখী ঝড়! 
উড়িয়ে নিতাম পুরাতনের আবর্জনা।  
পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে বেজে উঠত, 
নবীনের শঙ্খধ্বনি ।   
তখন ও তুই ধরে রাখতিস আমার হাত,
বলতিস, দূরে যাসনে ওরে দস্যি মেয়ে।  
                              চিরচঞ্চল আমরা দু
বোন, যদি হতে পারতাম বৃষ্টি , 
ঝমঝমিয়ে নেচে উঠতাম টিনের ছাদে।
শেষে দুটো ধারার মতো মিলে মিশে বয়ে যেতাম, 
মরুভুমির বুক চিরে, সবুজের বন্দনাগানে।   
 
No comments:
Post a Comment