অপার বাঙলার জন্যে, ছোট্ট একটি প্রয়াস,আমার তৈরি ছোট্ট একটি ভিডিও ," রেইনি ডে " গানটির সাথে।
Saturday, January 28, 2012
Wednesday, January 25, 2012
ভাবনা
তুমি নিজের রক্তে লিখে দিয়ে গিয়েছিলে,
একটি শব্দ "স্বাধীনতা ",
আমার খাতার পাতায়।
অর্থ বুঝতে অনেক দিন লেগেছিল ,
এখনও কতটুকুই বা বুঝতে পেরেছি?
প্রতি সকাল সন্ধ্যায় ,একা একা নিরালায় ভাবতে বসি ,
এখনও কতটুকুই বা বুঝতে পেরেছি?
প্রতি সকাল সন্ধ্যায় ,একা একা নিরালায় ভাবতে বসি ,
তোমার রক্তের বিনিময়ে,
নিয়ে আসা স্বাধীনতা কি আমার কাছে সুরক্ষিত?
বড় বড় অট্টালিকার আড়ালে গড়ে উঠা,
ঘিঞ্জি বস্তির আবর্জনার স্তূপ থেকে ভেসে আসা,
লাওয়ারিস শিশুর অসহায় কান্না,
লাওয়ারিস শিশুর অসহায় কান্না,
আমার চিন্তার প্রবাহ কে তছনছ করে দিয়ে যায়।
অনাহারে মৃত্যুর হিসেব সংবাদপত্রের প্রথম পাতাটিকে ,
ভাগ করে নেয় কালো টাকার হিসেবের সাথে।
প্রজাতন্ত্রে প্রজার অধিকার শীত ঘুমে,
রাজনীতির মারপ্যাছে নির্ধারিত স্থান-কাল-পাত্রের জীবন।
বুকের ভেতর পুঞ্জিভুত বেদনা ঘর বাঁধে ।
রাতের আঁধারে ভেসে উঠে তোমার অশ্রুসজল চোখ দুটো,
তুমি হয়ত ঘৃণা করছ আমার এই অপারগতাকে,
কিন্ত সত্যি বলছি, আমি এখনও হারিনি।।
আঁধার গুহার ওপারেই নাকি আলোর বাসা,
আর আমি সেই আলোরই সন্ধানে।।
আর আমি সেই আলোরই সন্ধানে।।
Location:
Silchar, Assam, India
Wednesday, December 28, 2011
নতুন দিনের আশায়

জানি আজ আকাশে অশ্রু, বাতাসে বিষাদ, ।
তবু আমি মনে প্রানে শুষে নিতে চাই ,
একফোঁটা জীবন।
একমুঠো হাসি, এক মুহূর্ত স্বপ্ন।
তাইতো আজও আকাশে চাঁদ উঠে,
প্রজাপতিরা রঙ ছড়ায় ,ফুল ফুটে আঙিনায় ;
সেই একই আশায়।
আবার হারিয়ে যাব তেপান্তরের মাঠে,
ব্যাঙ্গমা - ব্যাঙ্গমীদের সাথে আলাপচারিতায়।
কোনও এক উদাস দুপুরে,
পুরাতনের চিহ্ন মাত্র , বইয়ের ছেঁড়া পাতায়,
স্পষ্ট হয়ে উঠবে সরল ইতিহাস,
হাতের রেখার আঁকা-বাঁকা পথের অন্তরালে ।
ছোট্ট জামায় জড়ানো শীতের সকাল,
লাল ঝুটিতে বাঁধা রঙিন বিকেল।
জেগে উঠবে, পুতুলের জন্মদিনের অর্থহীন উচ্ছাস।
ফিরে আসবে আবার গল্প শোনা রাত,
তারা গুনার ব্যস্ততা, নির্মেঘ আকাশ, ঘুমের গান।
রাত পোহালেই নতুন দিন,
ঝিঁ-ঝিঁ পোকারা ব্যস্ত হয়ে উঠে সূর্য বন্দনার সমবেত সুরে।
Location:
Silchar, Assam, India
Monday, December 19, 2011
আমার বিশ্ব একমুঠো ভাত
কুয়াশা ঘেরা ভোর, কুয়াশা ঘেরা মন, কুয়াশা ঘেরা স্বপ্নেরা;
সব কিছু আবছা বহুদূর, জড়তার প্রকাশ ।
শীতের তিব্রতা ছুঁয়ে গেছে বুঝি অজ্ঞাতসারে ,
তাইতো রক্ত জমে হিম প্রতিটি নাড়ীতে নাড়ীতে।
নিস্তরঙ্গ , নির্বিকার , অপারগ প্রতিবাদে,
বড়ই আত্মকেন্দ্রিক , নিঃস্ব , পুতুলের প্রায়।
পথ ভুলা পথিক না পথিক হারানো পথ এটাই বড় প্রশ্ন!!
সূর্য গ্রহনের কালিমায়, সূর্যমুখী মূক, ভাষাহীন ।
নবান্নের ধান লুকোচুরি খেলে গুদামের আঁধার গুহায়,
রুক্ষ দুপুর, ক্লান্ত বিকেল, অভুক্ত রাত;
হে মাটি মা, আমার বিশ্ব একমুঠো ভাত...।।
Location:
Silchar, Assam, India
Wednesday, October 19, 2011
তুমি , আমি আর নীরবতা
প্রিয় বৃষ্টি, তুমি বয়ে যাও হৃদয় জুড়ে,
মন খারাপের রাত টা যেন ধুয়ে মুছে যাচ্ছে ।
হাত বাড়িয়ে বারবার ছুতে পারছি,
তোমার শীতল অবয়ব।
ঝলসে উঠা মনে,স্বপ্নের জল তরঙ্গ ।
আমি আমি হয়ে উঠছি আবার,
অবকাশহীনতার প্রশ্ন আজ আর থাক,
প্রয়োজনের কথা ভাসিয়ে দেই অপ্রয়োজনের হাতছানি তে,
আজ শুধু তেপান্তরের রূপকথা,
তুমি , আমি আর নীরবতা।
মন খারাপের রাত টা যেন ধুয়ে মুছে যাচ্ছে ।
হাত বাড়িয়ে বারবার ছুতে পারছি,
তোমার শীতল অবয়ব।
ঝলসে উঠা মনে,স্বপ্নের জল তরঙ্গ ।
আমি আমি হয়ে উঠছি আবার,
অবকাশহীনতার প্রশ্ন আজ আর থাক,
প্রয়োজনের কথা ভাসিয়ে দেই অপ্রয়োজনের হাতছানি তে,
আজ শুধু তেপান্তরের রূপকথা,
তুমি , আমি আর নীরবতা।
Location:
Silchar, Assam, India
Saturday, October 15, 2011
পরিচয়- চন্দ্রানী পুরকায়স্থ (পিংকি)
অথচ ভাবখানা যেন কত দিনের পরিচয়।
মনোবীণায় হাল্কা আঘাত,
বসন্ত বাতাস বুঝি দখিনের বারান্দায়।
তুমি ঠিক যেন আকাশের চাঁদ ,
যাকে ঘিরে কল্পনার জগত।
মেয়েরা তেমনি বোকা,
ভাবে তাসের ঘর দীর্ঘ স্থায়ী।
অথবা জল দিয়ে আঁকা ছবি,
অয়েল পেইন্টিংয়ের মত ।
জানালার কাঁচে জমে থাকা ময়লা,
যখন একদিন কালবৈশাখী ঝড় শেষে ,
ধুয়ে-মুছে যায় জানালার গরাদ বেয়ে,
তখনই ঘটে পরিচয়।
পরিচয় টা তোমার সাথে কখনো ই গড়ে উঠেনি;
পরিচয় ঘটেছিল সেলুলয়েডের পর্দায়,
তোমার চেহারায় লেগে থাকা মুখশের সাথে,
সারা গায়ে মিথ্যার অলঙ্কার।
মনোবীণায় হাল্কা আঘাত,
বসন্ত বাতাস বুঝি দখিনের বারান্দায়।
তুমি ঠিক যেন আকাশের চাঁদ ,
যাকে ঘিরে কল্পনার জগত।
মেয়েরা তেমনি বোকা,
ভাবে তাসের ঘর দীর্ঘ স্থায়ী।
অথবা জল দিয়ে আঁকা ছবি,
অয়েল পেইন্টিংয়ের মত ।
জানালার কাঁচে জমে থাকা ময়লা,
যখন একদিন কালবৈশাখী ঝড় শেষে ,
ধুয়ে-মুছে যায় জানালার গরাদ বেয়ে,
তখনই ঘটে পরিচয়।
পরিচয় টা তোমার সাথে কখনো ই গড়ে উঠেনি;
পরিচয় ঘটেছিল সেলুলয়েডের পর্দায়,
তোমার চেহারায় লেগে থাকা মুখশের সাথে,
সারা গায়ে মিথ্যার অলঙ্কার।
Tuesday, October 11, 2011
অপেক্ষা- পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
গেয়ে উঠে মালবিকারা,
সন্ধ্যা প্রদীপ হাতে।
কোজাগরী চাঁদের মুখ হাল্কা ধুঁয়াসা ,
দুই ফোঁটা অশ্রুবিন্দু গাল বেয়ে ঝরে পড়ে।
পাটের শীষে লাল শিশির,
চমকে উঠছ যে,
এ তো রক্তের আল্পনা ।
রক্ত, রক্ত আর রক্ত,
মা, তোমার কৃষক ছেলের,
রক্তের অঞ্জলি।
অভুক্ত শিশুর দল, একটুকরো রুটির অপেক্ষায় ,
সবুজ ডোবার জল আজ ক্ষীর সাগর।
Subscribe to:
Posts (Atom)