সন্ধ্যালক্ষ্মী
পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)
সবুজ প্রান্তরের ওপারে, সন্ধ্যালক্ষ্মী হাত বাড়ায়,
হাওরের বুকে টলমল করে দুঃখিনী বেহুলার অশ্রুজল,
মাটির প্রেমে নীল আকাশ লাজে রাঙা ষোড়শী কিশোরী,
সাঁঝের আকাশ জুড়ে টুকরো মেঘের বর্ণমালা,
হারিয়ে যাই তেপান্তরের দেশে...।
গুপ্ত প্রেম ও ব্যক্ত প্রেম পোস্টদুটিতে যে ফন্ট দিয়েছেন অন্য বাংলা হরফের লেখাগুলি সেই ফন্টে বদলে দিন।
ReplyDeleteশুভ ব্লগিং।
কোনো সাহায্যের জন্য মেল করুন
malyaban.28@gmail.com
ধন্যবাদ মাল্যবান দা।
ReplyDelete