Unconditional Love
 গুপ্ত প্রেম - চন্দ্রানী পুরকায়স্থ ( পিঙ্কি) 
 আমার মেঘলা আকাশ তোমার স্পর্শে হয়ে উঠে উজ্জ্বল, 
শত কাজের ভিড়েও তোমার অস্তিতের অনভুতি শিহরণ জাগায়।
দুরত্ব আর  অন্তরায় হয়ে উঠতে পারে না,  
বৃষ্টি হচ্ছে বাইরে, তবু বিরহের চিহ্ন মাত্র নেই। তোমাকে খুঁজে পাই চোখের পাতায়, 
অন্তরের খাঁজে খাঁজে তোমার উপস্থিতি।  
কখনও বলা হয় নি  তোমাকে,হয় তো বলার প্রয়োজন ও নেই।
নেই কোনও প্রত্যাশা,পাওয়ার খুশী, হারানোর ভয়,  
কল্পনার আকাশে দেখা হয় প্রতিবার,
যেখানে শুধু তুমি আমি পাশাপাশি,
সারারাত তারা গুনি।
জানি আকাশ আর পৃথিবীর মাঝে দুরত্ব গভীর  , 
তবে  তারই সাথে  আছে দিগন্তের উপস্থিতি। 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment