সন্ধ্যা
পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)
রূপকথা মেশানো সন্ধ্যায়,
আলোছায়া কবিতা লিখে দিগন্তের ওপারে।
ঘাঁস ফড়িঙের পাখায় পাখায়,
সন্ধ্যার অবকাশের চিহ্ন।
মন্দিরের ঘণ্টাধ্বনি, ধূপ-ধুনোর সুগন্ধ,
কালিদাসের মহাকাল মন্দিরের পথ বেয়ে,
বরাকের আঙিনায়।
মালবিকারা তুলসী তলায়,
মমতার মাধুরীতে সিক্ত মাটির প্রদীপ হাতে।
আঁধারের গায়ে গায়ে , মিটমিটে আলোর রেখা ,
মোহনীয় ছবি এঁকে যায়।।
No comments:
Post a Comment