love
ব্যক্ত প্রেম - চন্দ্রানী পুরকায়স্থ
আকাশের তারায় তারায় তোমার সজল দৃষ্টি, মেঘের চাদরে ঢাকা ।
প্রতিটি কাজের ভিড়ে, খুঁজে পাই তোমার আবছা অবয়ব,
প্রতি বার মেঘের ডাক, আর বিদ্যুতের সমন্বয়ে তোমার আহ্বান,
ডাইরি র পাতায় পাতায় অলিখিত কাহিনী ,
প্রতিটি তারিখে এক এক করে হারিয়ে যায় দিনেরা।
একটুকরো স্বপ্নের ঝালর বুনি, একফোঁটা জ্যোৎস্না মিশিয়ে,
জীবনের শিশিতে ভরে রাখা ফ্যাঁকাসে রঙে সবুজের হাল্কা ছোঁয়া ,
বৃষ্টি শেষের সোঁদা গন্ধে মাটির বুকে আপ্লুত আকাশের প্রেম ,
নাম না জানা পাখি, নিঝুম রাতের বুকে লিখে চলে প্রেমের কবিতা...............।
No comments:
Post a Comment