স্বপ্ন- চন্দ্রানী পুরকায়স্থ( পিংকি) 
দুচোখে জমে উঠে  গাঢ় কুয়াশার আস্তরণ,
স্বপ্ন দেখার দুঃসাহস করব বলে ভাবিনি কখনো,
অথচ স্বপ্নেরা সাত রঙা রামধনু আঁকে ,
গভীর আঁধারের দেয়াল জুড়ে  আঁকিবুঁকি। 
স্বপ্ন পাখিরা বাসা বাঁধে ,
হৃদয়ের মেঠো  আঙিনায়। 
মায়াবন বিহারিণীর স্নেহছায়ায়,
স্বপ্নের মিছিল। 
ঘুমে বন্ধ হয়ে আসে চোখের জানালা,
না , আজ বৃষ্টি হয় নি,
আজ মিঠে রোদে উজল এ অন্তর। 
 দিবাশেষের  নিস্তব্ধ বেলায়, 
ফিরে আসুক আবার সেই পাখিরা ......।

 
No comments:
Post a Comment