প্রথম ভালোবাসা
চন্দ্রানী পুরকায়স্থ (পিঙ্কি)
আমার প্রথম ভালোবাসা, তোমার সাথে পরিচয়ের আগে,
জানা ছিল না, ভালোবাসার মানে ,
ভালোবাসা ছিল রূপকথার অনাবিল জগতে হাতছানি দেওয়া,
মোহিনী মন্ত্র।
সোনার কাঠির ছোঁয়ায় জাগরণের আগ্রহ,
কিংবা মন ভোলানো কোনও উদাস গানের সুর।
হঠাৎ একদিন আমার স্বাভাবিক জীবন যেন পালটে দিলে তুমি,
রাতের শেষে খুঁজে পেলুম প্রথম্ বারের মতন,
রোদন ভরা বসন্তের কোকিল ডাকা ভোর ;
বসন্ত আগে ও এসেছে কতো বার জীবনে আমার, তবু বিশ টি বসন্তের ওপারে,
বেজে উঠলো এক অজানা মন আকুল করা সুর;
বাতাসে এক নতুন সুবাস ,
আমি ও সেই রাজ কন্যার মতন সোনার কাঠির ছোঁয়ায়,
তন্দ্রা কাটিয়ে উচ্ছল।
প্রথম ভালোবাসা, পরিচয় করালে তুমি ,
রাত জাগা চাঁদের নিরব সাধনার সাথে,
নিদ্রা বিহীন রজনীর নিস্তব্ধতায়
মিতালি ঝিঁঝিঁ পোকার ,
বৃষ্টি মিষ্টি মধুর,
মন উদাস করা বিরহ বিধুর মেঘ,
অনুভবে যক্ষের করুন বেদনা ,
শীতের কুয়াশায় তোমায় আবছা অবয়ব ,
মাধুর্য মেশানো এ ভুবন।
চির আপন তুমি,
তোমাকেই চাই শেষ প্রেমের পরিপূর্ণতায়।
ভালোবাসা ছিল রূপকথার অনাবিল জগতে হাতছানি দেওয়া,
মোহিনী মন্ত্র।
সোনার কাঠির ছোঁয়ায় জাগরণের আগ্রহ,
কিংবা মন ভোলানো কোনও উদাস গানের সুর।
হঠাৎ একদিন আমার স্বাভাবিক জীবন যেন পালটে দিলে তুমি,
রাতের শেষে খুঁজে পেলুম প্রথম্ বারের মতন,
রোদন ভরা বসন্তের কোকিল ডাকা ভোর ;
বসন্ত আগে ও এসেছে কতো বার জীবনে আমার, তবু বিশ টি বসন্তের ওপারে,
বেজে উঠলো এক অজানা মন আকুল করা সুর;
বাতাসে এক নতুন সুবাস ,
আমি ও সেই রাজ কন্যার মতন সোনার কাঠির ছোঁয়ায়,
তন্দ্রা কাটিয়ে উচ্ছল।
প্রথম ভালোবাসা, পরিচয় করালে তুমি ,
রাত জাগা চাঁদের নিরব সাধনার সাথে,
নিদ্রা বিহীন রজনীর নিস্তব্ধতায়
মিতালি ঝিঁঝিঁ পোকার ,
বৃষ্টি মিষ্টি মধুর,
মন উদাস করা বিরহ বিধুর মেঘ,
অনুভবে যক্ষের করুন বেদনা ,
শীতের কুয়াশায় তোমায় আবছা অবয়ব ,
মাধুর্য মেশানো এ ভুবন।
চির আপন তুমি,
তোমাকেই চাই শেষ প্রেমের পরিপূর্ণতায়।
No comments:
Post a Comment