Blogger Widgets

Sunday, July 31, 2011

চাতলা- a wetland

চাতলা- চন্দ্রানী পুরকায়স্থ(পিঙ্কি)
 


 কাজল কালো ডাগর চোখে, স্বপ্ন মধুর মেঘ আনমনা।
বৃষ্টি র বিন্দুতে বিন্দুতে প্রিয় মিলনের,
মোহনিয় ব্যগ্রতা।
হাওয়ার আলতো ছোঁয়ায় ,
ঢেউ খেলে যায় হৃদয় জুড়ে।
নবীনের হাত ছানিতে,
চিঠি লিখে যায় বউ কথা কও ।
হৃদয় তন্ত্রী জুড়ে মল্লার সুরে সবুজের আবাহন মন্ত্র।
নিস্তব্ধ বিকেলে সাধনা মগ্ন সাদা বক,
গভীর তন্ময়তায় হারিয়ে যায়,
গহিন কালো জলের ঘনিস্টতায়।
ডিঙ্গি নৌকো জুড়ে মাছ ধরার উদ্দীপনা।
ভাটিয়ালী সুরে, চাতলার বুকে সুখ দুঃখের ইতিহাস,
বৈঠার তালে তালে , মন কেমন করা অনুভুতি র ব্যঞ্জনা।
নিজেকে হারিয়ে ফেলি, জল মাটির একান্ত আপনতার মাধুর্যে।

Tuesday, July 26, 2011

প্রথম ভালোবাসা

 প্রথম ভালোবাসা

চন্দ্রানী পুরকায়স্থ (পিঙ্কি)

আমার প্রথম ভালোবাসা, তোমার সাথে পরিচয়ের আগে,
জানা ছিল না, ভালোবাসার মানে ,
ভালোবাসা ছিল রূপকথার অনাবিল জগতে হাতছানি দেওয়া,
মোহিনী মন্ত্র
সোনার কাঠির ছোঁয়ায় জাগরণের আগ্রহ,
কিংবা মন ভোলানো কোনও উদাস গানের সুর।
হঠাৎ একদিন আমার স্বাভাবিক জীবন যেন পালটে দিলে তুমি,
রাতের শেষে খুঁজে পেলুম প্রথম্ বারের মতন,
রোদন ভরা
বসন্তের কোকিল ডাকা ভোর ;
বসন্ত আগে ও এসেছে কতো বার জীবনে আমার, তবু বিশ টি বসন্তের ওপারে,
বেজে উঠলো এক অজানা মন আকুল করা সুর;
বাতাসে এক নতুন সুবাস ,
আমি ও সেই রাজ কন্যার মতন সোনার কাঠির ছোঁয়ায়,
তন্দ্রা কাটিয়ে উচ্ছল।
প্রথম ভালোবাসা, পরিচয় করালে তুমি ,
রাত জাগা চাঁদের নিরব সাধনার সাথে,
নিদ্রা বিহীন রজনীর নিস্তব্ধতায়
মিতালি ঝিঁঝিঁ পোকার ,
বৃষ্টি মিষ্টি মধুর,
মন উদাস করা বিরহ বিধুর মেঘ,
অনুভবে যক্ষের করুন বেদনা ,
শীতের কুয়াশায় তোমায় আবছা অবয়ব ,
মাধুর্য মেশানো এ ভুবন।
চির আপন তুমি,
তোমাকেই চাই শেষ প্রেমের পরিপূর্ণতায়।


Wednesday, July 20, 2011

হে অমর শহীদ

হে অমর শহীদ- চন্দ্রানী পুরকায়স্থ (পিঙ্কি)

ক্যালেন্ডারের পাতায় উজ্জ্বল হয়ে উঠে ,
রক্তে রাঙা দিনগুলো,
কতো কিছু দিয়ে গেলে তুমি আমায়!
তোমার স্নেহের বৃষ্টি ভেজা তমাল ছায়ায়,
আমার জীবনের প্রতি মুহূর্ত মুখরিত।
তোমার জীবনের বিনিময়ে,
মাতৃভাষার মিষ্টতা অনুভবে আমার।
সমুদ্র মন্থনে উত্থিত গরল নিজ কণ্ঠে নিয়ে,
তুমি আজ নীলকণ্ঠ মহাদেব,
আর আমি, অমৃতের অধিকারিণী।
খাতার পাতায় পাতায়,
বাঙলা অক্ষরেরা আল্পনা সাজিয়ে তোলে।
না, এ বৃষ্টি নয়, এ তো তোমার অভিষেক।
বরন ডালায় গন্ধরাজ, বেলী, জুথিকা।
হে অমর শহীদ, তোলে দাও তোমার সেই ,
মৃত্যুঞ্জয়ী মন্ত্র আমার চেতনায়,
আমার ও শেষ রক্ত বিন্দু,
ক্ষরিত হোক ভাষা জননীর আরাধনায়।

Thursday, July 14, 2011

swopno

 স্বপ্ন- চন্দ্রানী পুরকায়স্থ( পিংকি) 


দুচোখে জমে উঠে  গাঢ় কুয়াশার আস্তরণ,
স্বপ্ন দেখার দুঃসাহস করব বলে ভাবিনি কখনো,
অথচ স্বপ্নেরা সাত রঙা রামধনু আঁকে ,
গভীর আঁধারের দেয়াল জুড়ে  আঁকিবুঁকি।
স্বপ্ন পাখিরা বাসা বাঁধে ,
হৃদয়ের মেঠো  আঙিনায়।
মায়াবন বিহারিণীর স্নেহছায়ায়,
স্বপ্নের মিছিল।
ঘুমে বন্ধ হয়ে আসে চোখের জানালা,
না , আজ বৃষ্টি হয় নি,
আজ মিঠে রোদে উজল এ অন্তর।
 দিবাশেষের  নিস্তব্ধ বেলায়,
ফিরে আসুক আবার সেই পাখিরা ......।








Tuesday, July 5, 2011

love


ব্যক্ত প্রেম - চন্দ্রানী পুরকায়স্থ




আকাশের তারায় তারায় তোমার সজল দৃষ্টি, মেঘের চাদরে ঢাকা ।
প্রতিটি কাজের ভিড়ে, খুঁজে পাই তোমার আবছা অবয়ব,
প্রতি বার মেঘের ডাক, আর বিদ্যুতের সমন্বয়ে তোমার আহ্বান,
ডাইরি র পাতায় পাতায় অলিখিত কাহিনী ,
প্রতিটি তারিখে এক এক করে হারিয়ে যায় দিনেরা।
একটুকরো স্বপ্নের ঝালর বুনি, একফোঁটা জ্যোৎস্না মিশিয়ে,
জীবনের শিশিতে ভরে রাখা ফ্যাঁকাসে রঙে সবুজের হাল্কা ছোঁয়া ,
বৃষ্টি শেষের সোঁদা গন্ধে মাটির বুকে আপ্লুত আকাশের প্রেম ,
নাম না জানা পাখি, নিঝুম রাতের বুকে লিখে চলে প্রেমের কবিতা...............।