Blogger Widgets

Thursday, May 26, 2011

১৯ শে মে

১৯ শে মে

পিঙ্কি পুরকায়স্থ

গবেষিকা, আসাম বিশ্ববিদ্যালয়

রক্তের নদী বয়ে যায় রেল ষ্টেশন জুড়ে,

দশটি ভাই চম্পা আর একটি পারুল বোন,

ঝরে পড়ে পূজার বেদীমূলে।

দুঃখিনী জননীর আর্তনাদ,

আর বারুদের ধোঁয়ায় ঢেঁকে যায় রাজপথ ।।

ভাষা জননী, তোমার চরনে;

এগারোটি রাঙা জবার আহুতি।

বাতাসে শঙ্খ্নাদ ,

ধমনী জুড়ে রক্তের ঢেউ উথলে উঠে,

আগুনরঙা কৃষ্ণচূড়ারা জেগে উঠে।

অস্তগামী সূর্যের ছায়ায় অভিবাদনের সুর,

আকাশের খাঁজে খাঁজে রচিত হয় ইতিহাস।

বাতাসের শব্দে ধ্বনিত হয় বারবার,

দেরী নেই আর,

মাতৃভাষায় অধিকার তোমার।।

No comments:

Post a Comment