Blogger Widgets

Tuesday, June 14, 2011

ode to deity of love

দেখেছি তোমায়

পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)

তোমায় দেখেছি ইতিহাসের পাতায় পাতায়,
কখনও কৈলাশে তো কখনও সুদুর আরবে। 
কখনও রাজার অট্টালিকায়;তো কখনও ঋষির কুটীরে,
সারা জগত জুড়ে দেখেছি তোমায়।।
মানুষ নয় শুধু পশু-পাখী কীট-পতঙ্গদের সমাজে ও...
তুমি নাকি অনঙ্গ, প্রেমের দেবতা,
শিবের তৃতীয় নয়নবহ্নি তে ভস্মীভূত,
দেখেছি তোমায় ষোড়শী কিশোরীর
সলজ্জ হাসিতে,
বীর পুরুষের দুচোখে ,প্রেমের যুদ্ধে
দেখেছি সয়ম্বর সভায়।।
 দেখেছি তোমার ছায়া তাজমহলের স্ফটিকস্তম্ভের গায়ে গায়ে,
বৃন্দাবনের তমাল ছায়ে; দেখেছি মীরার অশ্রুজলে,
প্রেয়সী রাধিকার বিরহদশায়, 
দেখেছি তোমায়।। 
দেখেছি ব্যাভিচারের কলঙ্কে, দেখেছি পবিত্র প্রেমের উজ্জ্বলশিখায়,
দেখেছি প্রিয়, দেখেছি তোমায়...

No comments:

Post a Comment