Blogger Widgets

Wednesday, September 21, 2011

শৈশব

শৈশব
চন্দ্রানী পুরকায়স্থ (পিংকি)

অচেনা পথ বেয়ে এগিয়ে যাই,
জীবনের ধর্ম বলে।
থেমে যাওয়া মানেই তো মৃত্যু ।
তাই চরৈবেতি সম্বল।
তবু মাঝপথে দাঁড়িয়ে কখনো,
পেছন ফেরে তাকাই।
নাহ, তুই হারিয়ে যাস নি তবে!
অন্ধকার- আলোর মাখামাখিতে,
আমার গলিপথ কখনো উজ্জ্বল ,
আবার কখনো বা অস্ত্বিত্বহীন।
তারই মাঝে শুনতে পাই “ কু... ঝিকঝিক ঝিকঝিক”
দৃষ্টিপটে ভেসে উঠে ,
সারি বেঁধে ছুটে যাওয়া , তেপান্তরের মাঠের খুঁজে,
একসাথে হেসে উঠে বন ময়ূরীরা।
নাহ, তুই হারিয়ে যাস নি তবে,
লুকিয়ে আছিস বর্তমানের কুহেলিকার আড়ালে,
অন্তরের নাম-গোত্র-পরিচয়হীন নিঃশ্ছিদ্র কক্ষে ,
নাহ, তুই হারিয়ে যাস নি তবে।  
 

No comments:

Post a Comment