Blogger Widgets

Friday, May 31, 2013

খেলা- পিংকি পুরকায়স্থ চন্দ্রানী



যে তোকে ভয় পায়,
সে আমি নই।
তাই তো বিদ্যুৎ হয়ে জেগে উঠি বারবার,
তোরই বুকের গভীরে।
ভয় মানে যদি হয় রুদ্রের জটাজাল,
কুলুকুলু গঙ্গা হয়ে বয়ে চলি,
সাগরের টানে।
অথবা চাঁদের মতন জ্বলে উঠি ,
আঁধারের দিনগুনা শেষে।
আসলে তোর আমার এই খেলা চিরদিনের,
জন্ম জন্মান্তরের,
তবু জয় আমারই ,
কারণ আমি বেঁচে থাকি,
এই খেলাকে আঁকড়ে ধরে ।

No comments:

Post a Comment