Blogger Widgets

Wednesday, July 20, 2011

হে অমর শহীদ

হে অমর শহীদ- চন্দ্রানী পুরকায়স্থ (পিঙ্কি)

ক্যালেন্ডারের পাতায় উজ্জ্বল হয়ে উঠে ,
রক্তে রাঙা দিনগুলো,
কতো কিছু দিয়ে গেলে তুমি আমায়!
তোমার স্নেহের বৃষ্টি ভেজা তমাল ছায়ায়,
আমার জীবনের প্রতি মুহূর্ত মুখরিত।
তোমার জীবনের বিনিময়ে,
মাতৃভাষার মিষ্টতা অনুভবে আমার।
সমুদ্র মন্থনে উত্থিত গরল নিজ কণ্ঠে নিয়ে,
তুমি আজ নীলকণ্ঠ মহাদেব,
আর আমি, অমৃতের অধিকারিণী।
খাতার পাতায় পাতায়,
বাঙলা অক্ষরেরা আল্পনা সাজিয়ে তোলে।
না, এ বৃষ্টি নয়, এ তো তোমার অভিষেক।
বরন ডালায় গন্ধরাজ, বেলী, জুথিকা।
হে অমর শহীদ, তোলে দাও তোমার সেই ,
মৃত্যুঞ্জয়ী মন্ত্র আমার চেতনায়,
আমার ও শেষ রক্ত বিন্দু,
ক্ষরিত হোক ভাষা জননীর আরাধনায়।

No comments:

Post a Comment