Blogger Widgets

Sunday, July 31, 2011

চাতলা- a wetland

চাতলা- চন্দ্রানী পুরকায়স্থ(পিঙ্কি)
 


 কাজল কালো ডাগর চোখে, স্বপ্ন মধুর মেঘ আনমনা।
বৃষ্টি র বিন্দুতে বিন্দুতে প্রিয় মিলনের,
মোহনিয় ব্যগ্রতা।
হাওয়ার আলতো ছোঁয়ায় ,
ঢেউ খেলে যায় হৃদয় জুড়ে।
নবীনের হাত ছানিতে,
চিঠি লিখে যায় বউ কথা কও ।
হৃদয় তন্ত্রী জুড়ে মল্লার সুরে সবুজের আবাহন মন্ত্র।
নিস্তব্ধ বিকেলে সাধনা মগ্ন সাদা বক,
গভীর তন্ময়তায় হারিয়ে যায়,
গহিন কালো জলের ঘনিস্টতায়।
ডিঙ্গি নৌকো জুড়ে মাছ ধরার উদ্দীপনা।
ভাটিয়ালী সুরে, চাতলার বুকে সুখ দুঃখের ইতিহাস,
বৈঠার তালে তালে , মন কেমন করা অনুভুতি র ব্যঞ্জনা।
নিজেকে হারিয়ে ফেলি, জল মাটির একান্ত আপনতার মাধুর্যে।

No comments:

Post a Comment