Blogger Widgets

Wednesday, July 20, 2011

হে অমর শহীদ

হে অমর শহীদ- চন্দ্রানী পুরকায়স্থ (পিঙ্কি)

ক্যালেন্ডারের পাতায় উজ্জ্বল হয়ে উঠে ,
রক্তে রাঙা দিনগুলো,
কতো কিছু দিয়ে গেলে তুমি আমায়!
তোমার স্নেহের বৃষ্টি ভেজা তমাল ছায়ায়,
আমার জীবনের প্রতি মুহূর্ত মুখরিত।
তোমার জীবনের বিনিময়ে,
মাতৃভাষার মিষ্টতা অনুভবে আমার।
সমুদ্র মন্থনে উত্থিত গরল নিজ কণ্ঠে নিয়ে,
তুমি আজ নীলকণ্ঠ মহাদেব,
আর আমি, অমৃতের অধিকারিণী।
খাতার পাতায় পাতায়,
বাঙলা অক্ষরেরা আল্পনা সাজিয়ে তোলে।
না, এ বৃষ্টি নয়, এ তো তোমার অভিষেক।
বরন ডালায় গন্ধরাজ, বেলী, জুথিকা।
হে অমর শহীদ, তোলে দাও তোমার সেই ,
মৃত্যুঞ্জয়ী মন্ত্র আমার চেতনায়,
আমার ও শেষ রক্ত বিন্দু,
ক্ষরিত হোক ভাষা জননীর আরাধনায়।

Thursday, July 14, 2011

swopno

 স্বপ্ন- চন্দ্রানী পুরকায়স্থ( পিংকি) 


দুচোখে জমে উঠে  গাঢ় কুয়াশার আস্তরণ,
স্বপ্ন দেখার দুঃসাহস করব বলে ভাবিনি কখনো,
অথচ স্বপ্নেরা সাত রঙা রামধনু আঁকে ,
গভীর আঁধারের দেয়াল জুড়ে  আঁকিবুঁকি।
স্বপ্ন পাখিরা বাসা বাঁধে ,
হৃদয়ের মেঠো  আঙিনায়।
মায়াবন বিহারিণীর স্নেহছায়ায়,
স্বপ্নের মিছিল।
ঘুমে বন্ধ হয়ে আসে চোখের জানালা,
না , আজ বৃষ্টি হয় নি,
আজ মিঠে রোদে উজল এ অন্তর।
 দিবাশেষের  নিস্তব্ধ বেলায়,
ফিরে আসুক আবার সেই পাখিরা ......।








Tuesday, July 5, 2011

love


ব্যক্ত প্রেম - চন্দ্রানী পুরকায়স্থ




আকাশের তারায় তারায় তোমার সজল দৃষ্টি, মেঘের চাদরে ঢাকা ।
প্রতিটি কাজের ভিড়ে, খুঁজে পাই তোমার আবছা অবয়ব,
প্রতি বার মেঘের ডাক, আর বিদ্যুতের সমন্বয়ে তোমার আহ্বান,
ডাইরি র পাতায় পাতায় অলিখিত কাহিনী ,
প্রতিটি তারিখে এক এক করে হারিয়ে যায় দিনেরা।
একটুকরো স্বপ্নের ঝালর বুনি, একফোঁটা জ্যোৎস্না মিশিয়ে,
জীবনের শিশিতে ভরে রাখা ফ্যাঁকাসে রঙে সবুজের হাল্কা ছোঁয়া ,
বৃষ্টি শেষের সোঁদা গন্ধে মাটির বুকে আপ্লুত আকাশের প্রেম ,
নাম না জানা পাখি, নিঝুম রাতের বুকে লিখে চলে প্রেমের কবিতা...............।

Thursday, June 30, 2011

Unconditional Love

 গুপ্ত প্রেম - চন্দ্রানী পুরকায়স্থ ( পিঙ্কি)
 আমার মেঘলা আকাশ তোমার স্পর্শে হয়ে উঠে উজ্জ্বল,
শত কাজের ভিড়েও তোমার অস্তিতের অনভুতি শিহরণ জাগায়।
দুরত্ব আর অন্তরায় হয়ে উঠতে পারে না,
বৃষ্টি হচ্ছে বাইরে, তবু বিরহের চিহ্ন মাত্র নেই। তোমাকে খুঁজে পাই চোখের পাতায়,
অন্তরের খাঁজে খাঁজে তোমার উপস্থিতি। 

কখনও বলা হয় নি তোমাকে,হয় তো বলার প্রয়োজন ও নেই।
নেই কোনও প্রত্যাশা,পাওয়ার খুশী, হারানোর ভয়, 
কল্পনার আকাশে দেখা হয় প্রতিবার,
যেখানে শুধু তুমি আমি পাশাপাশি,
সারারাত তারা গুনি।
জানি আকাশ আর পৃথিবীর মাঝে দুরত্ব গভীর ,
তবে তারই সাথে  আছে দিগন্তের উপস্থিতি।

Tuesday, June 14, 2011

Dust beauty

সন্ধ্যালক্ষ্মী
পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)
 সবুজ প্রান্তরের ওপারে, সন্ধ্যালক্ষ্মী হাত বাড়ায়,

হাওরের বুকে টলমল করে দুঃখিনী বেহুলার অশ্রুজল,

মাটির প্রেমে নীল আকাশ লাজে রাঙা ষোড়শী কিশোরী,

সাঁঝের আকাশ জুড়ে টুকরো মেঘের বর্ণমালা,

হারিয়ে যাই তেপান্তরের দেশে...।


dusk

সন্ধ্যা
 পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)
 রূপকথা মেশানো সন্ধ্যায়,
আলোছায়া কবিতা লিখে দিগন্তের ওপারে।
ঘাঁস ফড়িঙের পাখায় পাখায়,
সন্ধ্যার অবকাশের চিহ্ন।
মন্দিরের ঘণ্টাধ্বনি, ধূপ-ধুনোর সুগন্ধ,
কালিদাসের মহাকাল মন্দিরের পথ বেয়ে,
বরাকের আঙিনায়।
মালবিকারা তুলসী তলায়,
মমতার মাধুরীতে সিক্ত মাটির প্রদীপ হাতে।
আঁধারের গায়ে গায়ে , মিটমিটে আলোর রেখা ,
মোহনীয় ছবি এঁকে যায়।।
 

ode to deity of love

দেখেছি তোমায়

পিংকি পুরকায়স্থ (চন্দ্রানী)

তোমায় দেখেছি ইতিহাসের পাতায় পাতায়,
কখনও কৈলাশে তো কখনও সুদুর আরবে। 
কখনও রাজার অট্টালিকায়;তো কখনও ঋষির কুটীরে,
সারা জগত জুড়ে দেখেছি তোমায়।।
মানুষ নয় শুধু পশু-পাখী কীট-পতঙ্গদের সমাজে ও...
তুমি নাকি অনঙ্গ, প্রেমের দেবতা,
শিবের তৃতীয় নয়নবহ্নি তে ভস্মীভূত,
দেখেছি তোমায় ষোড়শী কিশোরীর
সলজ্জ হাসিতে,
বীর পুরুষের দুচোখে ,প্রেমের যুদ্ধে
দেখেছি সয়ম্বর সভায়।।
 দেখেছি তোমার ছায়া তাজমহলের স্ফটিকস্তম্ভের গায়ে গায়ে,
বৃন্দাবনের তমাল ছায়ে; দেখেছি মীরার অশ্রুজলে,
প্রেয়সী রাধিকার বিরহদশায়, 
দেখেছি তোমায়।। 
দেখেছি ব্যাভিচারের কলঙ্কে, দেখেছি পবিত্র প্রেমের উজ্জ্বলশিখায়,
দেখেছি প্রিয়, দেখেছি তোমায়...